Breaking News
 
Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪!

 

Travel

2 years ago

GANGANI :এ বাংলাতেই রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন? কম খরচে ঘুরে আসতেই পারেন

Near Kolkata - 'Gangoni'
Near Kolkata - 'Gangoni'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাতেই রয়েছে অবিকল গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে একটি জায়গা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতার গনগনিকে (Gangani) বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়। শীলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গড়বেতা স্টেশনের অদূরে গনগনি। সপ্তাহান্তে ভ্রমণের আদর্শ জায়গা। গনগনি আসলে একটি খাদ এলাকা। প্রাকৃতিক উপায়ে উৎপন্ন এই খাদ গড়বেতার বিখ্যাত পর্যটনক্ষেত্র। এই এলাকা মূলত বেলে পাথরে তৈরি। যুগ যুগ ধরে বয়ে নদীর স্রোতে বয়ে পাথর নুড়ি, নদী জলধারা, আর আবহাওয়ার দাপটে এরা নিজেদের চেহারা পরিবর্তন করেছে। আর সেটাই এখানকার প্রধান আকর্ষণ। শীলাবতী নদী কিন্তু এখানে বিশেষ গভীর নয়। চাইলেই পায়ে হেঁটে নদীর বুক থেকে ঘুরে আসতে পারেন। শিলাবতীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ খুবই মোহময়ী।

কলকাতা থেকে গনগনির দূরত্ব ১৮০ কিলোমিটার। গড়বেতা স্টেশন থেকে যে রাস্তা হুমগড়ের দিকে গেছে, সেই পথে গিয়ে ডান দিকে গনগনি। মেদিনীপুর শহর থেকে ৬০ নং জাতীয় সড়ক ধরে শালবনীর উপর দিয়ে শাল জঙ্গল দেখতে দেখতে সোজা চন্দ্রকোনা রোডের উপর দিয়ে গড়বেতায় পৌঁছাবেন। ট্রেনপথে,  মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে এক ঘণ্টার মধ্যে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি। বাসে করে, মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি।

থাকা - গনগনিতে থাকার কোনও জায়গা নেই, থাকতে হবে আপনাকে গড়বেতাতেই। এখানে নানা লজের মধ্যে সোনাঝুরি গেস্ট হাউজ (৮৩৪৮৬৯৪৮০১) এবং আপ্যায়ন লজ (৯৫৪৭৫১৪০৩০) বেশ ভাল পরিষেবা দিয়ে থাকে।



 


You might also like!