Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Travel

1 week ago

Sikkim Destination: কম বাজেটেও জমে উঠবে মধুচন্দ্রিমা—দেখে নিন পাহাড়ের সেরা ৫ রোম্যান্টিক ঠিকানা

Budget-Friendly Winter Honeymoon Destinations in Sikkim
Budget-Friendly Winter Honeymoon Destinations in Sikkim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্ম হোক বা শীত—সিকিম বছরের সব মরসুমেই পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত আবহাওয়া এবং নিস্তব্ধ পরিবেশ দম্পতিদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। তাই শীতের মরসুমে ছাদনাতলায় বসা নতুন দম্পতিদের কাছে সিকিম হতে পারে আদর্শ মধুচন্দ্রিমার গন্তব্য। কম বাজেটেও যে দম্পতিরা একটি সুন্দর ও স্মরণীয় হানিমুন কাটাতে চান, তাদের জন্য সিকিমের কয়েকটি স্থান একেবারেই উপযুক্ত।

চালামথাং: দক্ষিণ সিকিমের এই ছোট্ট গ্রাম যেন প্রকৃতির স্বর্গরাজ্য। শীতকালীন মরশুমে আরও এক অন্য রূপধারণ করে চালামথাং। হোক কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, তবুও সিকিমের এই ছোট্ট গ্রাম যেন ভুলিয়ে দেয় শহুরে সমস্ত স্ট্রেস। চালামথাংয়ের প্রধান আকর্ষণ প্রায় ১৬০ বছরের পুরনো এক কুটির। বাঁশ, ঘাস আর গাছের ডালে তৈরি এই কুটির সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের ঢালে। পার্বত্যবাসের নির্মাণশৈলী উপভোগ করার পর চলে যেতে পারেন বান জাখরি গিরিকন্দর। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এখানে ঘণ্টা চারেকের মধ্যে পৌঁছে যাবেন।

ইয়ুমথাং: উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম। লাচুং থেকে সোজা চলে যাতে পারেন ইয়ুমথাংয়ে। তুষারাবৃত উপত্যকায় বলিউড তারকার মতো রোম্যান্স করতে চাইলে ইয়ুমথাং ভ্যালি সেরা অপশন। এখান থেকে ঘুরে নেওয়া যায় জিরো পয়েন্ট। লাচুংও দারুণ সুন্দর। ইয়ুমথাংয়ের বুক চিরেই বয়ে গিয়েছে পার্বত্য নদী। সেই রূপও নয়নাভিরাম। তবে উত্তর সিকিমের এই গ্রামে যেতে চাইলে লেখানকার অনুমতি আবশ্যক। গ্যাংটক থেকে ৪-৫ ঘণ্টার রাস্তা। শেয়ার ট্যাক্সিতে চলে যেতে পারেন।

জঙ্গু: এটিও উত্তর সিকিমে। এখান থেকে লিংজা জলপ্রপাত, লিংডেম উষ্ণ প্রস্রবণ, লিংথেম বৌদ্ধমঠ, তিংভং গ্রামে অনায়াসে ঘুরে আসতে পারেন। লেপচা জনজাতির বাস এখানে। যেমন শান্ত, নিরিবিলি, তেমনই প্রকৃতি এই গ্রামকে ঢেলে সাজিয়ে। গ্যাংটক থেকে ভায়া মঙ্গন হয়ে জঙ্গু যেতে হবে।

ইয়াকসম: সিকিমের পশ্চিমপ্রান্তে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। ইয়াকসমও পর্যটকদের কাছে বেশ পছন্দের। আর শীতকাল হলে তো কথাই নেই। ট্রেক করতে চাইলে ইয়াকসম দারুণ অপশন। গোয়েচা লা ট্রেক অনেকে এখান থেকেই শুরু করেন। এখানে অবস্থিত পুরনো বৌদ্ধ মন্দির থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যের ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন। 

গুরুদোংমা: শেষপাতে উত্তর সিকিমের এই লেকের কথা না বললেই নয়। শীতকালে বরফের চাদরে ছাকা থাকে গুরুদোংমার হ্রদ। গ্যাংটক থেকে ভায়া লাচেন হয় এখানে যেতে হয়। শেয়ার ট্যাক্সি বুক করেও যেতে পারেন এখানে। তবে জেনে রাখা ভালো, সিকিমের এই গন্তব্যগুলিতে যাওয়ার জন্য কিন্তু আগাম অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে হোমস্টে কিংবা হোটলের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাই ব্যবস্থা করে দেন অধিকাংশ সময়ে।

You might also like!