Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Entertainment

1 week ago

Aamir Khan: সোফায় ধাক্কাধাক্কি, পরে আলিঙ্গন—রসিকতার ছলে নতুন ছবি প্রকাশে আমির খান

Aamir Khan ‘beats up’ Vir Das in viral promo
Aamir Khan ‘beats up’ Vir Das in viral promo

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক অদ্ভুত ভিডিও—সোফায় লুটিয়ে পড়া কৌতুকশিল্পী বীর দাসের উপর বসে বেধড়ক মারছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এমন রূঢ় অবতারে তাঁকে আগে দেখেননি দর্শকরা। স্বাভাবিকভাবেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়, শুরু হয় তুমুল আলোচনা—হঠাৎ কী ঘটল? কেন বীর দাসকে এমন আক্রমণে নামলেন আমির?


সব জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার হয়—এটি ছিল আসলে আমির খান প্রোডাকশনের নতুন স্পাই-ঘরানার ছবি ‘হ্যাপি প্যাটেল’–এর ঘোষণা। মজার ছলে তৈরি করা এই ভিডিওয় দেখা যায়, বীর দাস আমিরকে ছবির গল্প, অ্যাকশন, রোম্যান্স—সব বিষয়ে একের পর এক প্রশ্ন করছেন। কথোপকথনের মাঝে উঠে আসে কয়েক বছরের ব্যর্থতা নিয়ে আমিরের আত্মসমালোচনাও। এমনকি তিনি মুখ ফসকে বলে ফেলেন, “এই ছবি একেবারেই ফ্লপ হবে।”  উঠে আসে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার কথা। তা শুনেই রেগে যান আমির। আর মারধর করেন বীরকে। মাঝে বেশ কয়েকজন তরুণ-তরুণী ঘরে ঢুকে পড়েন। বীর দাসকে বলেন, তাঁরা ছবি দেখে মুগ্ধ। তারপরই পরিস্থিতির পরিবর্তন। আমির বীরকে জড়িয়ে ধরেন। বলেন, “আমি বলেছিলাম এই ছবি করতে।” 

এই অভিনব উপায়ে ঘোষণা করা হলো ‘হ্যাপি প্যাটেল’, যার পরিচালক হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করছেন বীর দাস নিজেই। আগামী ১৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। মুখ্য চরিত্রে থাকছেন মোনা সিং। এর আগে ‘ড্রিম ১১’ এবং ‘সিতারে জমিন পর’–এর প্রচারেও আলাদা স্টাইলে নজর কাড়েন আমির, আর এবারও তার ব্যতিক্রম হলো না। 


You might also like!