Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Game

3 days ago

Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া

Hardik Pandya with Mahieka Sharma
Hardik Pandya with Mahieka Sharma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে প্রত্যাবর্তনের পরই হার্দিক পাণ্ডিয়া নিজের জাত চেনালেন। তিনি ২০০-এর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত ৫৯ রান সংগ্রহ করেছেন এবং বোলিংয়েও উইকেট পেয়েছেন। ভারতও টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। এমন সাফল্যে খুশি হার্দিকের কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দেশ অগ্রাধিকার পাচ্ছে। পাশাপাশি, তিনি প্রেমিকা মাহিকা শর্মার কথাও উল্লেখ করছেন। ভারতীয় অলরাউন্ডার জানান, মাহিকা তাঁর জীবনে আসার পর থেকে তাঁর সবকিছুতেই শুভ ফল আসছে। স্মরণ করিয়ে দেওয়া যাক, মঙ্গলবার মাহিকার ছবি বিশ্রীভাবে তোলার কারণে হার্দিক পাপারাজ্জিদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পর হার্দিক বলছেন, “বিশেষভাবে বলতে হয় আমার সঙ্গীর কথা। অনেক ভালো ঘটনা ঘটেছে আমার সঙ্গে। ও আমার জীবনে আসার পর থেকে সেরা মুহূর্তগুলো ঘটেছে। আমি নিজের জীবনে অত্যন্ত সৎ থাকতে চাই। মাটির কাছাকাছি থাকতে চাই। সেটা আমাকে অনেক সাহায্য করে। আমি কোনও বিষয়ে আলাদা করে জোর দিই না। অন্য কে কী বলল, সেসব নিয়ে ভাবি না। আমি ভিতর থেকে কী অনুভব করি, সেটাই আসল।”
চোটের জন্য দীর্ঘদিন মাথের বাইরে ছিলেন হার্দিক। সেই সময় নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিকের রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। জনসমক্ষে মাহিকা শর্মার সঙ্গে ছবি শেয়ার করতে বিন্দুমাত্র কসুর করেন না ভারতের তারকা অলরাউন্ডার। কিন্তু এর আগে মাহিকাকে প্রকাশ্যে ‘পার্টনার’ বা ‘সঙ্গী’ বলেননি। মঙ্গলবার মাহিকার পাশে দাঁড়িয়ে বিস্ফোরণ করেছিলেন হার্দিক।
বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা যেভাবে মাহিকার ছবি তোলেন, সেটা হার্দিকের পছন্দ হয়নি। সেখানে মাহিকার অন্তর্বাস দেখা যায়। সেটা উল্লেখ করে হার্দিক লিখেছেন, ‘যে অ্যাঙ্গলে ছবি তোলা হয়েছে, সেটা কোনও মহিলার জন্য কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগত মুহূর্তকেও এখন অশ্লীলভাবে সস্তা প্রচার বানিয়ে ফেলা হচ্ছে। কে কোন ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা হল অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা দিতে শিখুন।’

You might also like!