
কলকাতা, ১৩ ডিসেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ড হারানোর পর প্রথম পাঁচের বাইরে চলে গেল ভারত। নিউ জিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল। প্রথম পাঁচের বাইরে চলে গিয়ে ভারতের ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও।
পাঁচটি টেস্ট খেলে ১০০ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে প্যাট কামিন্সের অষ্ট্রেলিয়া। চারটি টেস্ট খেলে ৭৫ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। দু’টি টেস্ট খেলে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় শ্রীলঙ্কা। আর যুগ্ম ভাবে তৃতীয় স্থানে আছে কিউয়িরা। দু’টি টেস্টের পর তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
নিউ জিল্যান্ডের উত্থানে পঞ্চম স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। দু’টি টেস্টের পর পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৫০। তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ। ন’টি টেস্ট খেলে শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অ্যাশেজ সিরিজের প্রথম দু’টেস্টে হারের পর সপ্তম স্থানে ইংল্যান্ড। সাতটি টেস্ট খেলার পর বেন স্টোকসদের পয়েন্ট শতাংশ ৩০.৯৫। অষ্টম স্থানে বাংলাদেশ। দু’টি টেস্ট খেলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাতটি টেস্ট খেলার পর তাদের পয়েন্ট শতাংশ ৪.৭৬।
