Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Entertainment

15 hours ago

GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা

Shah Rukh Khan & Abram Meet Lionel Messi in Kolkata
Shah Rukh Khan & Abram Meet Lionel Messi in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শনিবার কলকাতায় যেন অন্যরকম উৎসব। ভোররাত আড়াইটে নাগাদ শহরে পা রাখার পর থেকেই কার্যত ‘মেসি-দিবস’-এ রূপ নেয় তিলোত্তমা। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির আগমন ঘিরে সকাল থেকেই উত্তেজনায় ফুটছিল শহর। সন্ধ্যার আগেই সেই উন্মাদনায় যোগ হয় বলিউডের ঝলক।  শহরের একটি পাঁচতারা হোটেল, হায়াত রিজেন্সিতে মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিনেতা শাহরুখ খান ও তাঁর ছেলে আব্রাম খানকে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফুটবল ও সিনেমা—দুই জগতের দুই মহাতারকার এক ফ্রেমে ধরা পড়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। আব্রামের সঙ্গে লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পলের ছবিও অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 

এদিন সকালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি। হাতে ফিফা বিশ্বকাপ ট্রফি—২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তৈরি এই ভাস্কর্য। ভোর থেকেই ক্লাব চত্বর ও সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার সমর্থক। জীবনে একবার হলেও নিজের শহরে মেসিকে দেখার আবেগে কানায় কানায় ভরে ওঠে এলাকা এবং স্টেডিয়াম। নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও হোটেল থেকেই ভার্চুয়ালি যুক্ত হন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানান, মেসি ও তাঁর টিম মূর্তিটি দেখে খুশি। সংবাদসংস্থা এএনআই-কে  তিনি বলেন, ‘মেসির ম্যানেজমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে এবং মূর্তি তৈরির আগেই সম্মতি নেওয়া হয়েছিল। ‘মেসি ও তাঁর দল দু’জনেই সন্তুষ্ট’—এই বার্তাই দেন তিনি। 

‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর উদ্যোক্তা শতদ্রু দত্ত দাবি করেছেন, এই সফর ভারতীয় ফুটবলের আবহে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তাঁর কথায়, ‘১৪ বছর পর মেসি ভারতে এসেছেন—এটা সমর্থকদের জন্য বড় সুযোগ। ফুটবলের সঙ্গে ভারতের সংযোগ আবার জোরদার হচ্ছে।’ উল্লেখ্য, এটি মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্তিনার জার্সিতে খেলেছিলেন তিনি। ১৪ বছর পর ফের কলকাতায় ফেরা—স্বাভাবিকভাবেই উন্মাদনার মাত্রা অন্যরকম। উদ্যোক্তাদের মতে, এই সফর ভারতীয় ফুটবলে নতুন উদ্দীপনা জোগাচ্ছে। একদিনের জন্য হলেও কলকাতা যেন সম্পূর্ণরূপে মেসিময়। 

You might also like!