Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Travel

1 month ago

Losoong Festival: ডিসেম্বরে সিকিম মানেই উৎসবের রঙ—চলে এসেছে লোসুং! রইল বিস্তারিত

Losoong Festival  in Sikkim
Losoong Festival in Sikkim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মানেই পায়ের তলায় সরষে! যদিও গোটা শীতকালেই ভ্রমণের আমেজ থাকে, তবু ডিসেম্বর এলেই পাহাড় ডাক দেয় আলাদাভাবে—বিশেষ করে বাঙালির কাছে। তাই যদি এই ডিসেম্বরে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সিকিম হতে পারে আদর্শ গন্তব্য। বরফে মোড়া সৌন্দর্যের সঙ্গে এই সময়টাতেই শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব। আর সেই উৎসবেরই অংশ লোসুং—বৌদ্ধ সংস্কৃতির প্রভাবিত এক অনন্য আয়োজন। চলুন জেনে নিই, এই লোসুং উৎসবে গেলে কী কী মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে ধরা পড়বে।

এই বছর সিকিমে এই অনুষ্ঠান শুরু হবে ২০ ডিসেম্বর। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। লোসুং উৎসব মূলত বৌদ্ধ সংস্কৃতিতে পরিপূর্ণ। আর সেই নিয়ম অনুযায়ী সিকিমে এই সময় হয় নতুন বছর। তারই উদযাপনে সারা সিকিম জুড়ে নানা প্রান্তে পালিত হয় সোলুং উৎসব। তবে গ্যাংটকের বুকে ফোডং ও রুমটেক মনেস্ট্রিতে রাজকীয়ভাবে পালিত হয় এই উৎসব। তাই সিকিমের নানা প্রান্ত ঘুরে দেখার সঙ্গে আপনি এই দুই মনেস্ট্রিতে সিকিমের ‘নিউ ইয়ার সেলিব্রেশন’ দেখতে পৌঁছে যেতে পারেন। এই উৎসবের মূল আকর্ষণ হল চাম নৃত্য। সিকিমের এই লোকনৃত্য মূলত বৌদ্ধ মঠগুলিতেই পালন করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরাই মূলত এই নাচ করে থাকেন। এর মাধ্যমে নানা পৌরাণিক ঘটনা তাঁরা তুলে ধরেন সকলের সামনে। যা দেখতে ভিড় জমান দেশ-বিদেশের বহু মানুষ।

উৎসব মানেই আনন্দ, আর আনন্দে ভোজন না থাকলে কী চলে! আপনি যদি ভ্রমণে গিয়ে স্থানীয় খাবার চেখে দেখতে ভালোবাসেন, তাহলে লোসুং উৎসব হবে আপনার জন্য স্বাদের এক নতুন অভিজ্ঞতা। এই সময় সিকিমের ঘরে ঘরে তৈরি হয় থুকপা, সেল রুটি, চ্যাং, গুনদ্রুক স্যুপ, ফাগসাপার মতো ঐতিহ্যবাহী পদ। তাই উৎসবের আমেজের সঙ্গে সিকিমের এই বিশেষ খাবারগুলোর স্বাদ নিতে একদমই ভুলবেন না।

You might also like!