Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

Sony ZV-1F : ভ্লগারদের জন্য কম দামি ক্যামেরা লঞ্চ করল Sony, টাচ ডিসপ্লে‌ সহ রয়েছে 20mm আল্ট্রা ওয়াইড লেন্স

Sony ZV-1F
Sony ZV-1F

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ sony আজ ভারতে একটি সস্তা ক্যামেরা লঞ্চ করল। নতুন এই ক্যামেরার নাম Sony ZV-1F। কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসার কারণে এটি ভ্লগার ও ক্রিয়েটরদের জন্য আদর্শ। আসুন Sony ZV-1F ক্যামেরার দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sony ZV-1F-এর দাম

Sony-এর এই নতুন ভ্লগ ক্যামেরার দাম রাখা হয়েছে ৫০,৬৯০ টাকা। এটি সনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর, সনির বিভিন্ন ডিলার, অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আজ থেকেই এর সেল শুরু হয়ে গেছে।

Sony ZV-1F-এর ফিচার

সনির নতুন ক্যামেরা ইকো-ফ্রেন্ডলি বডি, রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি বডি ও ২০ এমএম আল্ট্রা ওয়াইড লেন্স সহ এসেছে। এই ভ্লগ ক্যামেরার সাথে জিপি-ভিপিটি২বিটি শুটিং গ্রিপার পাওয়া যাবে। এর সাথে থাকবে ওয়্যারলেস রিমোট কম্যান্ডার ও এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাটাচমেন্ট। এই ক্যামেরায় দেওয়া হয়েছে ৭.৫সেমি এলসিডি টাচ ডিসপ্লে। আবার এতে পাওয়া যাবে বোকেহ সুইচ বাটন।

Sony দাবি করেছে, ZV-1F ক্যামেরা দিয়ে স্টিল ছবি ক্যাপচার ও ভিডিও রেকর্ড করা যাবে। এতে রয়েছে RS CMOS সেন্সর, যা ২০.১ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই লেন্সটি একটি ZEISS Tessar T* লেন্স। হাই কোয়ালিটি অডিও‌ রেকর্ডের জন্য এতে পাওয়া যাবে তিনটি মাইক। আবার নয়া এই ক্যামেরায় অটোফোকাস সহ সফট স্কিন এফেক্ট, ফেস প্রায়োরিটি, আই এএফ এর ফিচার সাপোর্ট করবে।


You might also like!