Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

iPhone 13 Mini:লঞ্চের পর থেকে সবচেয়ে কম দামে iPhone 13 Mini, প্রায় 31 হাজার টাকা ডিসকাউন্ট

iPhone 13 Mini
iPhone 13 Mini

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি যদি সস্তায় iPhone কিনতে চান, তাহলে দারুণ সুযোগ আপনার জন্য। iPhone 13 mini এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। বর্তমানে ফ্লিপকার্টে লোভনীয় অফারে বিক্রি হচ্ছে Apple iPhone 13 mini। জানিয়ে রাখি যে, অ্যাপল আইফোন ১৩ মিনি হল iPhone 13 সিরিজের সবচেয়ে ছোট স্ক্রিনের ফোন। এটি ভারতে ৬৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই মুহুর্তে iPhone 13 mini অফার সহ ৩০,৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে।

iPhone 13 Mini-এর উপর লোভনীয় অফার

ফ্লিপকার্টে Apple iPhone 13 mini-এর বেস মডেল অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬১,৯৯৯ টাকা। আবার HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড়, যার পর এর দাম কমে দাঁড়াবে ৫৯,৯৯৯ টাকা। এছাড়া ২৯,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

আমরা iQOO 7 Legend এক্সচেঞ্জ করার চেষ্টা করলে ১৬৮৫০ টাকা + ৩০০০ টাকা (অতিরিক্ত) ডিসকাউন্ট পেয়েছি। তাই আপনি সর্বোচ্চ ভ্যালু না পেলেও, পুরানো ফোন বদলে স্বাভাবিকের থেকে বেশি ছাড় পাবেন।

iPhone 13 Mini-এর স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১৩ মিনি ফোনে অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে আইওএস ১৫ পাওয়া যাবে। সস্তা এই আইফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সিরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন। ফোনটি ৫.৪ ইঞ্চি ডিসপ্লে এবং ১২ + ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


You might also like!