Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

Smartphone Tips:যেভাবে পুরোনো ফোনের সব ডাটা পাবেন নতুন ফোনে

How to get all the data of the old phone in the new phone
How to get all the data of the old phone in the new phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন ফোন কেনার পর সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে ফোনের ডাটা নিয়ে। নতুন ফোনে সব ডাটা নিতে না পারায় হারিয়ে যায় অনেক ডাটা, ছবি, ভিডিও। এই দুশ্চিন্তায় নতুন ফোন কেনার পুরো আনন্দটাই মাটি।

খুব সহজ কিছু উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। ফোনের সেটিংসে কিছু কাজ করেই পুরোনো ফোন থেকে নতুন ফোনে সব ডাটা নিয়ে নিতে পারেন। এজন্য আপনার পুরোনো ফোনের ব্যাকআপ থাকা জরুরি। এখন সব ফোনে ছবি, ভিডিও, গান, কন্টাক্ট থেকে শুরু করে অ্যাপসেরও ব্যকআপ রাখা যায় মোবাইলে। আর সেসব অবিকল ট্রান্সফার হয়ে যেতে পারে নতুন ফোনে।

এজন্য ফোনের সেটিংসে গিয়ে সিস্টেমে ঢুকে ব্যাকআপ অপশনটি অন করে রাখুন। গুগল ড্রাইভ অপশনটি ব্যাকআপ হিসেবে নিন। এরপর স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরন করে ব্যাক আপের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। এবার নতুন ফোন সেট আপ করা শুরু করুন। ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে আগেই ব্যাকআপ নেওয়ার কাজ সেরে নিন।

নতুন ফোনটি অন করে যেসব নির্দেশনা আসবে তা ফলো করতে থাকুন। এরপর আপনাকে গুগল অ্যাকাউন্টে লগইন করতে বলা হবে। যে অ্যাকাউন্টে পুরোনো ফোনের ব্যাকআপ নিয়েছেন, সেই অ্যাকাউন্টটিতেই সাইন ইন করুন। সাইন ইন করা হয়ে গেলে ব্যাকআপ সিলেক্ট করে নির্দেশ ফলো করলেই রিস্টোর প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে।





You might also like!