Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

YouTube :নিয়ম বদলের পর YouTube থেকে ইমেল পেয়েছেন? সতর্ক না হলে কিন্তু বিপদে পড়বেন

YouTube
YouTube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্টারনেট নির্ভর এই জীবনে YouTube-এর ভূমিকা যে কী, তা নিশ্চয় আলাদা করে বলার প্রয়োজন হবেনা। মিউজিক, সিনেমা, শো ইত্যাদি বিনোদনের জন্য কিংবা পড়াশোনা সংক্রান্ত তথ্য পাওয়া বা হাতে-কলমে কিছু শেখার জন্য এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী প্রচুর মানুষ ব্যবহার করেন। তাছাড়া এখন YouTube-এ ভিডিও বানিয়েও মোটা টাকা উপার্জন করছেন অনেকেই। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি নিজেই তার একাংশ ইউজারকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিচ্ছে যা মাথায় না রাখলে পড়তে হবে অযাচিত বিপদে। আসলে সম্প্রতি বেশ কিছু YouTube ব্যবহারকারীর কাছে সংস্থার নীতি পরিবর্তন বা মনিটাইজেশন সম্পর্কিত নতুন নিয়ম সম্পর্কে ইউটিউব থেকে ইমেইল আসছে, যা আদৌ সংস্থা কর্তৃক আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। আদতে এটি একটি নতুন ফিশিং স্ক্যামের অংশবিশেষ, যেখানে ইমেইল প্রাপ্ত মেসেজ অনুসরণ করলে বা কোনো লিঙ্কে ক্লিক করলে সমস্যা বাড়বে।

YouTube-এর নামে আসছে ভুয়ো মেইল, সাবধান থাকতে পরামর্শ সংস্থার

সম্প্রতি গুগল (Google) তার সাপোর্ট ওয়েবসাইটে একটি নতুন ফিশিং স্ক্যাম সম্পর্কে ইন্টারনেট ইউজারদের সতর্কবার্তা দিয়েছে। সংস্থার মতে এই ধরণের কেলেঙ্কারীতে, ইউটিউব ইউজারদের ভুয়ো পরিচয় দিয়ে ইমেইল পাঠাচ্ছে জালিয়াতরা যার মাধ্যমে তথ্য চুরি ও অন্যান্য ক্ষতি হতে পারে। এক্ষেত্রে এই ইমেইলগুলির সাথে কিছু ভিডিও এবং গুগল ড্রাইভ (Google Drive) ফাইলের লিঙ্কগুলি পাঠানো হচ্ছে বলে গুগলের দাবি৷

বিশ্বখ্যাত এই প্রযুক্তি কোম্পানি জানিয়েছে যে ইউটিউবের নামে ‘no-reply@youtube.com’ ইমেইল আইডি থেকে ইউজারদের কাছে ইমেইল পাঠানো হচ্ছে। আর যেমনটা শুরুতে বলেছি, এই ইমেইলগুলিতে ‘ইউটিউব টিম ভিডিও পাঠিয়েছে’ বা ‘ইউটিউব নীতি পরিবর্তন হয়েছে’ এমন বিষয়ের উল্লেখ করে ক্লিক করতে বলা হচ্ছে নির্দিষ্ট লিঙ্কে। এছাড়াও কিছু ইমেইলে ব্যবহারকারীদের ৭ দিনের মধ্যে উত্তর দিতে বলা হচ্ছে।

YouTube-এর নামে স্ক্যাম, উদ্দেশ্য কী?

এই ধরনের ইমেইল পাঠিয়ে স্ক্যামাররা ইউজারদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করা বা ডেটা চুরি করার মত উদ্দেশ্যপূর্তি করতে চাইছে; এর থেকে পরবর্তীতে বড় কেলেঙ্কারি ঘটানো যেতে পারে। এক্ষেত্রে এগুলি দেখতে একেবারে আসলের মত হওয়ায় সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরণের অনেক ইমেইল ভিডিওতে টাকা আয়ের লোভও দেখানো হচ্ছে, তাই সাবধান থাকা অত্যন্ত আবশ্যক!

You might also like!