Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Livelihood message

2 years ago

Hand Made Rakhi: বীজের সাহায্যে তৈরি হচ্ছে রাখি, তাক লাগিয়ে দিলেন রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Rakhi is being made with the help of seeds, the women of Raipur's self-help group put up the shelves
Rakhi is being made with the help of seeds, the women of Raipur's self-help group put up the shelves

 

রায়পুর, ১ আগস্ট : রাখি বন্ধন উৎসবের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বছরের বিশেষ এই দিনের অপেক্ষায় থাকেন প্রতিটি ভাই-বোন। শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, বিপদ থেকে রক্ষা করতেই ভাইয়ের থাকে রাখি পরিয়ে দেন বোনেরা। এই রাখিবন্ধন উৎসবের জন্য এখন জোরকদমে কাজ করে চলেছেন ছত্তিশগড়ের রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দম ফেলার ফুরসৎ নেই এখন তাঁদের। বীজের সাহায্যে তাঁরা তৈরি করছেন রাখি, পরিবেশ-বান্ধব রাখি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা জানিয়েছেন, "আমরা ধান, করলা, কুমড়ো, করলার বীজ ব্যবহার করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করছি। রাখিবন্ধন উৎসবের পর সেই বীজ রাখি থেকে আলাদা করে একটি পাত্রেও লাগানো যেতে পারে। আমরা এই ধরনের রাখিগুলি অর্ডারের নিরিখে তৈরি করি।" ব্যক্তিগত এবং সরকারি উভয় ধরনের অর্ডার তাঁরা পেয়ে থাকেন বলে মহিলারা জানিয়েছেন। এবার বিক্রি ভালোই হবে বলে তাঁদের আশা।

You might also like!