Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Livelihood message

1 year ago

Bank Requirment: স্নাতক হলেই মিলবে ব্যাংকে চাকরি! কিভাবে আবেদন করবেন?

Bank Requirment
Bank Requirment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলায় চলেছে প্রবল বেকার সমস্যা। এর মধ্যেও কিন্তু ছোট ছোট চাকরির বিজ্ঞাপন বের হচ্ছে। সেই দিকে নজর রাখতে হবে। এবার সামনে এসেছে স্নাতকদের জন্য ব্যাংকে চাকরির সুযোগ। পঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্কে (Punjab and Sind Bank) চাকরির সুযোগ। ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (Punjab and Sind Bank Recruitment 2024) জন্য আবেদন করতে বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য Punjab and Sind Bank এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। কিংবা এই লিঙ্কে - punjabandsindbank.co.in ও ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে।

যোগ্যতা - এই নিয়োগে অংশগ্রহণের জন্য প্রার্থীকে (Punjab and Sind Bank Recruitment 2024) যে কোনও অনুমোদন রয়েছে এমন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাস করতে হবে।

বয়স - নুন্যতম ২০ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন (Punjab and Sind Bank Recruitment 2024) করা যাবে। আবেদনের বয়স সর্বোচ্চ কখনই ২৮ বছরের বেশি হওয়া চলবে না। কিছু কিছু ক্ষেত্রে যদিও বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

পঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab and Sind Bank) সরাসরি এই নিয়োগ (Punjab and Sind Bank Recruitment 2024) করবে। মূলত শিক্ষানবিস পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট এই ব্যাঙ্কের ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত আছে।


You might also like!