Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Life Style News

3 months ago

Hair Care Tips: তীব্র তাপপ্রবাহে দিনভর সুইমিং পুলে সময় কাটাচ্ছেন? জেনে নিন চুলের যত্নের কার্যকরী টিপস!

Hair Care Tips for swimming pool
Hair Care Tips for swimming pool

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তাপমাত্রার পারদ এখন শীর্ষে। তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠ আমজনতা। চূড়ান্ত নাজেহাল পরিস্থিতির স্বীকার সকলেই। আর এমতাবস্থায় স্বস্তির একমাত্র উৎস সুইমিং পুল। তাই অনেকেই এখন দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন সুইমিং পুলে। তবে মনে রাখবেন, সুইমিং পুলের জলে ক্লোরিন দেওয়া থাকে। যা মানবদেহের চুল এবং ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই প্রচণ্ড গরমে সুইমিং পুলের জলে শরীর ভেজানোর আগে সাবধানতা অবলম্বন করা আব্যশক। তাহলে চলুন,জেনে নিন কীভাবে যত্ন নেবেন চুলের। 

১। পুলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান? তবে অবশ্যই সুইমিং ক্যাপ কিনুন। তার ফলে ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে বাঁচানো সম্ভব।

২। সুইমিং পুলে থাকা ক্লোরিন চুলকে আরও শুষ্ক করে তোলে। তার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা বাড়ে। আর্দ্রতা বাড়াতে পুলে নামার আগে চুল ভিজিয়ে নিন। ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে নারকেল অথবা আমন্ড অয়েল চুলে মেখে নিন।

৩। সুইমিং পুল থেকে ওঠার পর আরও সাবধান। বেশিক্ষণ ক্লোরিনযুক্ত জল যাতে লেগে না থেকে, সেদিকে খেয়াল রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে চুল ধুয়ে নিন।

৪। কমপক্ষে সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। তার ফলে চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরবে। হবে আরও নরম। চুল পড়ার সমস্যা থেকেও মিলবে মুক্তি।

* ঘরোয়া উপায়ে হেয়ার মাস্ক তৈরির পদ্ধতিঃ 

উপকরণ: পাকা কলা: ন্যূনতম ১টি (চুলের মাপ অনুযায়ী কলার সংখ্যাও বাড়াতে হবে);

দই: ২ চামচ;

লেবুর রস: ২ চা চামচ;

নারকেল তেল: ১ চা চামচ;

ডিম: ১টি (সাদা অংশ)। 

* একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এবার চুলে মেখে নিন। শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তাতেই দেখবেন চুল ফিরে পাবে ঔজ্জ্বল্য। হবে আরও নরম। 

You might also like!