Entertainment

4 hours ago

Prosenjit Chatterjee:ভাষাবিতর্কে বিশেষজ্ঞের মন্তব্য করে তোপের মুখে অভিনেতা প্রসেনজিৎ

Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

 

কলকাতা, ৮ আগস্ট : ভাষাবিতর্কে বিশেষজ্ঞের মন্তব্য করে নেটনাগরিকদের তোপের মুখে পড়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তাঁর ছবি ও উক্তি দিয়ে পোস্ট প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে প্রতিক্রিয়া। তিনি বলেছেন, “আমি বলতে পারি বাংলা ভাষা ছিল আছে আর থাকবে , তার জন্য যেকোনো লড়াই করতে হয় করব।" কৌস্তভ বসু লিখেছেন, “একটু আর জি কর ও কসবার ল কলেজ নিয়ে কিছু বলুন তাহলে বাঙালিরা কৃতার্থ হয়ে যাবে।”

সুনীত রঞ্জন চৌধুরী লিখেছেন, “বিরাট কিছু একটা বলে দিলো। সিনেমা করা আর মাঝে মাঝে বৌকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই!” উত্তম দাস লিখেছেন, “পুরো মুখে আলকাতরা লাগিয়ে দিলেন!” স্মরজিৎ মন্ডল লিখেছেন, “চটি যতোদিন পারো চেটে যাও!”

শ্যামল দাস লিখেছেন, “তেলা মাথায় তেল দিয়ে লড়াই করবেন। এটাতে বাহাদুরির কী আছে?” সৌম্যজিৎ দাস ও দেবাশীষ হালদার লিখেছেন, “বাংলাদেশী আর বাংলাভাষী এক নয়।” তাপস মন্ডল লিখেছেন, “হিন্দু ধর্মের উপর এতো অত্যাচার হলো তখন কোথায় ছিলেন?”

মনি পাড়ুই লিখেছেন, “বাংলা আগে ছিল এখনও আছে আর পরে ও থাকবে কিন্তু যারা বাংলা নিয়ে এত মিছিল করে বেড়াচ্ছে তাদের বেশিরভাগ ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম পড়াশোনা করায়, বাংলা মিডিয়াম স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে আর যেগুলোয় আছে শিক্ষক কম। গরীব মানুষের কথা কেউ ভাবে না, নিজেদের কথাই ভাবে শুধু।”

You might also like!