kolkata

1 year ago

Election Commission of India: আধার না থাকলে ভোটে সমস্যা নেই; ঘোষণা নির্বাচন কমিশনের

Without Aadhaar, there is no problem in voting
Without Aadhaar, there is no problem in voting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক বাসিন্দার  আধার কার্ড (Aadhar Card) নিষ্ক্রিয় করা হয়েছে সম্প্রতি রাজ্যের বহু জেলায়। যা নিয়ে নাগরিকদের চিন্তা বেড়েছে। তাঁরা আশঙ্কা করছেন আধার না থাকলে সরকারি পরিষেবা পাওয়া-সহ একাধিক বিষয় সমস্যা হবে বলে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ভোট নিয়ে বড় ঘোষণা করল। সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিল আধার না থাকলেও ভোট দিতে কোনও সমস্যা হবে না। বিকল্প পরিচয়পত্র দেখিয়ে দেওয়া যাবে ভোট। সোমবার সর্বদল বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আধার কার্ড না থাকলেও একাধিক বিকল্প পরিচয়পত্র ব্যবহার করা যাবে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সব করবে কমিশন।

এদিন সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ”সর্বদল বৈঠকে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে, ভোট দিতে আধার কার্ডের বিকল্প ব্যবস্থা রাখার জন্য।” সে প্রসঙ্গে কমিশনার জানান, “ভোট দেওয়ার জন্য আধার কার্ডই লাগবে এমন কোনও বিষয় নেই। আধারের পাশাপাশি ভোটার কার্ড-সহ আরও বেশ কয়েকটি পরিচয়পত্রের তালিকা আমরা দিয়ে দেব। যার মাধ্যমে ভোট দেওয়া যাবে।”

You might also like!