kolkata

1 year ago

Ram Navami preparation:সামনেই রামনবমী, বঙ্গে দেদার বিকোচ্ছে রাম-হনুমানের সঙ্গে জড়িত পণ্য

Ram Navami preparation
Ram Navami preparation

 

কলকাতা, ৬ এপ্রিল : আগামী ১৭ এপ্রিল রামনবমী। এ রাজ্যে সাম্প্রতিক কয়েক বছর ধরে ধুমধাম করে পালন করা হয় ওই দিনটি। রাজ্যের নানা অংশের পাশাপাশি মিছিল বার হয় জেলায় জেলায়। সপ্তাহখানেক আগে থেকেই বিভিন্ন বাজারে ধুম লেগেছে রাম-হনুমানের সঙ্গে জড়িত পণ্যের। বিকোচ্ছে পতাকা, ব্যাজ, ওড়নার মতো রকমারি জিনিস। দোকানে দোকানে ভিড় বেড়েছে রামভক্তদেরও।

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন ও ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার এবারই প্রথম রামনবমী উদযাপিত হবে দেশে। আর তাই রামভক্তদের মধ্যে এবার উৎসাহ-উন্মাদনা একটু বেশিই। গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে চলছে রামনবমী প্রস্তুতি। গেরুয়া পতাকা আর ভগবান রামের নামধারী পণ্য বিকোচ্ছে দেদার। বিক্রেতারা জানাচ্ছেন, এবার চাহিদা অনেকটাই বেশি।

You might also like!