কলকাতা, ৩০ জানুয়ারি : কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ছিল, সোমবার রাতের মধ্যে গ্রেফতার করতে হবে নরেন্দ্রপুরের স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ-সহ চার জনকে। কিন্তু আদালত নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে, এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি প্রধানশিক্ষককে।
এই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বসু। আদালতে রাজ্যের আইনজীবী জানান, অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। বিচারপতি বসু তাতে উষ্মাপ্রকাশ করেন। বারুইপুর পুলিশ জেলার সুপারকে এ বিষয়ে দুপুরে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে হবে পুলিশ সুপারকেও। বিচারপতি জানিয়ে দিয়েছেন, পুলিশ সুপারের দেওয়া রিপোর্টে আদালত সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ করা হতে পারে।