কলকাতা, ২৭ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া ফের শুষ্ক হয়ে উঠবে, স্বাভাবিকভাবেই আবারও বৃদ্ধি পাবে তাপমাত্রা। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত।