kolkata

1 year ago

Sujata Mondal and Saumitra Khan:'আমি পিপলস চয়েস ক্যান্ডিডেট!' দাবি সুজাতার, বিতর্কে সৌমিত্র

BJP candidate Soumitra Khan (left), Trinamool candidate Sujata Mondal (right)
BJP candidate Soumitra Khan (left), Trinamool candidate Sujata Mondal (right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের ‘চোখ উপড়ে’ নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রামে প্রচারে যান সৌমিত্র। সেখানে দলীয় কর্মীদের নিয়ে সভায় তিনি বলেন, ‘‘আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূলের কেউ যদি কিছু করতে যায় তা হলে আমি চোখ উপড়ে নেব। সেই ক্ষমতা আমি রাখি।’’ এই ধরনের কথা বলে আসলে তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।

প্রচার কর্মসূচির ফাঁকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি বিগত পাঁচ বছর আমি বিষ্ণুপুরের মাটি কামড়ে পড়ে আছি। আমি পিপলস চয়েস ক্যান্ডিডেট। উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ আমাকে এত বড় দায়িত্বের জন্য চাইত না। আমার কাছে রাজনীতি একটা সাধনা। আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য। শখ-আহ্লদ সব বিসর্জন দিয়ে দিয়েছি। আমার একটাই টার্গেট, বিষ্ণুপুর লোকসভাতে ১০ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু বিষ্ণুপুরের ৭টি বিধানসভার জন্য এমন একটা কাজও তিনি করেননি, যাতে আমার টেনশন থাকত যে, বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আমার প্রতিপক্ষকে প্রতিপক্ষ বলেই ভাবছি না, কারণ তিনি কোনও কাজ করেননি।'

এদিকে পালটা সৌমিত্র খাঁ বলেন, 'লড়াই তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সুজাতা মণ্ডল আবার কে? পঞ্চায়েত - জেলাপরিষদে জিতেছে মানুষের সঙ্গে জোচ্চুরি করে। মহিলাকে মহিলা হিসেবে সম্মান করি, যাঁর সঙ্গে থেকেছি তাঁর বদনাম করতে পারব না। সুজাতাকে একটাই কথা বলব মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন, জীবনে উন্নতি করবেন। মানুষের ভোট কেড়ে নেওয়ার যে প্রবৃত্তি আপনি শুরু করেছেন জয়পুরে, বা যে ভাবে আরামাবাগে মহিলাদের ওপর অত্যাচার করছেন, রাজনীতি আর কলতলার ঝগড়া দু'টো এক নয়।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগে থেকেই সৌমিত্র বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে সুজাতা। কিছুদিন আগে সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী। ৫ বছরে আসা ২৫ কোটি টাকার মধ্যে মাত্র ১০ কোটি টাকা সৌমিত্র খরচ করতে পেরেছেন বলে দাবি করেন সুজাতা। যদিও পালটা সৌমিত্র দাবি করেন ২০ কোটি টাকা খরচ করেছেন তিনি।


You might also like!