kolkata

1 year ago

Vintage car exhibition in Kolkata : আলিপুর জেল মিউজিয়ামে হতে চলেছে ভিন্টেজ গাড়ির প্রদর্শনী!জানুন খুঁটিনাটি

Vintage car exhibition in Kolkata (Symbolic Picture)
Vintage car exhibition in Kolkata (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই ভিনটেজ বা পুরনো দিনের গাড়ির সম্ভার নিয়ে প্রদর্শনীর আয়োজন হচ্ছে কলকাতার আলিপুর জেল মিউজিয়াম -এ। 

আগামী ১৪ জানুয়ারি কলকাতা আলিপুর জেল মিউজিয়াম এই পুরনো গাড়ির প্রদর্শনীর আয়োজন করা হতে চলেছে। আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভারস ক্লাবের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে একাধিক দুষ্প্রাপ্য গাড়ি দেখার সুযোগ মিলবে। ভিন্টেজ গাড়ির পাশাপাশি থাকছে পুরনো আমলের বাইকও।

জানা গিয়েছে, এই প্রদর্শনীতে মোট ৬৫টি গাড়ি এবং ৩০টি মোটর সাইকেল দেখানো হবে। ১৯৩৫ সালের ফোর্ড ১০ ট্যুরার গাড়িরও দেখা মিলবে এই প্রদর্শনীতে। এর পাশাপাশি অন্যতম চমক হিসেবে থাকছে উত্তম কুমারের সিনেমায় ব্যবহৃত গাড়ি, গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ব্যবহৃত ১৯৪৮ সালের প্লেমাউথ গাড়ি। গাড়িটিকে ভালোবেসে নিলু বলে ডাকা হতো। সেই গাড়িটিও থাকছে। পাশাপাশি, থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাইক, রাজদূত বাইক।

আগে মূলত, ভিন্টেজ গাড়ির প্রদর্শনী করা হতো প্রাইভেট ক্লাবে করা হতো। সেক্ষেত্রে সাধারণ দর্শকরা এই সমস্ত পুরনো ঐতিহ্যশালী গাড়ি দেখার সুযোগ পেতেন না। তবে সাধারণ দর্শকদের কথা ভেবেই এবার আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে এই গাড়ির প্রদর্শনী করা হতে চলেছে।

ক্লাসিক ড্রাইভারস ক্লাবের তরফে জানানো হয়েছে, এই প্রদর্শনীর জন্য আলাদা কোনও টিকিট লাগছে না। সেক্ষেত্রে আলিপুর জেল মিউজিয়ামের টিকিট কাটলেই এই প্রদর্শনী দেখার সুযোগ মিলবে। ১৪ জানুয়ারি, যে সকল দর্শকরা আলিপুর জেল মিউজিয়াম ঘুরতে যাবেন, তাঁরা এই দুষ্প্রাপ্য গাড়িগুলি দেখার সুযোগ পাবেন। সাধারণত, দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম। মিউজিয়ামের জন্য ৩০ টাকা টিকিট নেওয়া হয়। এছাড়া মিউজিয়ামের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য ১০০ টাকা টিকিট নেওয়া হয়। 

কলকাতা শহরে বহু পুরনো আমল থেকে দেশি বিদেশি গাড়ির চল ছিল। বনেদিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় সেইসব পুরনো গাড়ি দেখার ক্ষেত্রে যদি আগ্রহ থাকে তবে ১৪ তারিখ আসতে পারেন আলিপুর জেল মিউজিয়ামে। 

You might also like!