kolkata

1 year ago

Prabhat Roy:হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়

Prabhat Roy
Prabhat Roy

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়কে। বুধবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন। তাঁর পুরনো কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল। পরে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর প্রথম কিডনি ডায়ালিসিস করা হয়েছে। এখন তিনি ভাল আছেন বলে জানা গিয়েছে।

২০২২ সালে স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন প্রভাত। এর আগে ২০২৩ সালের প্রথম দিকে পরিচালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে বার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় টালিগঞ্জের বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখান থেকে প্রায় ১১ দিন পর ছাড়া পান প্রভাত। ২০২৪-এর শুধুতে ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।


You might also like!