kolkata

3 months ago

Burrabazar Fire Update: বড়বাজারের অগ্নিকাণ্ডে হোটেলের মালিক-সহ ধৃত দুই, পরিচয় মিলল ১২ মৃতের

Major fire breaks out in central Kolkata hotel
Major fire breaks out in central Kolkata hotel

 

কলকাতা, ১ মে : কলকাতার বড়বাজারের অগ্নিকাণ্ডে ঋতুরাজ হোটেলের মালিক-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হোটেলের মালিকের নাম আকাশ চাওলা, এছাড়াও ম‍্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো (স্বতঃপ্রণোদিত) অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ম্যানেজর গৌরবকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ দিকে, মৃত ১৪ জনের মধ‍্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে।

You might also like!