kolkata

1 year ago

Sayani Ghosh: মা কে হারালেন তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষ!

Sayani Ghosh with her Mother (Collected)
Sayani Ghosh with her Mother (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসাতালে।

তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ-চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল । তবে শেষরক্ষা হল না। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন।

হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের।

কখনই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচী বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। গত সপ্তাহে মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগণাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে শনিবার থেকে কোনও সভামঞ্চে তাঁকে দেখা যায়নি। হয়তো মায়ের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সায়নী।

You might also like!