kolkata

1 year ago

Tmc may declare candidate names: জনগর্জন সভা থেকেই প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল

Trinamool can announce the candidate from Jangarjan meeting
Trinamool can announce the candidate from Jangarjan meeting

 

কলকাতা, ১০ মার্চ: কার্যত তৃণমূলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে বলে সূত্রের খবর। প্রথমবার কোনও জনসমাবেশে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। উল্লেখ্য, এ যাবৎ কালীঘাটে বা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করাই রেওয়াজ তৃণমূলের।

জানা গেছে, রবিবার ব্রিগেডে জনগর্জন সভা-য় রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা ব্যানার্জি। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে বলে সূত্রের খবর। তালিকায় কারা বাদ পড়বেন, কারা নতুন টিকিট পাবেন, তা জানতে অধীর আগ্রহে রাজ্যবাসী তথা রাজনৈতিক মহল।


You might also like!