kolkata

1 year ago

Howrah Bandel train service disrupted:হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় বেশ কিছু সময় ব্যাহত ট্রেন চলাচল, স্বাভাবিক হতেই স্বস্তিতে যাত্রীরা

Howrah Bandel train service disrupted
Howrah Bandel train service disrupted

 

কলকাতা, ২৭ মার্চ : সকালের ব্যস্ত সময়ে হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুই লাইনেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। নিত্যযাত্রীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় এই ভোগান্তি। সকাল সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে।

রেল সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। সকাল ৬টা ২১ মিনিটের বর্ধমান-হাওড়া লোকাল ৭টা ২২ মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৬টার ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকার মুখে পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।


You might also like!