Country

2 hours ago

Gangotri pilgrims rescued:গঙ্গোত্রী থেকে উদ্ধার ৩০৭ জন পুণ্যার্থী, সবাই সুরক্ষিত রয়েছেন

Gangotri pilgrims rescued
Gangotri pilgrims rescued

 

উত্তরকাশী, ৭ আগস্ট : গঙ্গোত্রী ধাম থেকে উদ্ধার করা হয়েছে ৩০৭ জন পুণ্যার্থীকে। সবাই নিরাপদ ও সুরক্ষিত রয়েছেন। আইটিবিপি-র পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, আইটিবিপি উদ্ধারকারী দল গঙ্গোত্রী থেকে মুখোয়ায় মোট ৩০৭ জন তীর্থযাত্রীকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তাদের দলটি হারসিল হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এর আগে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়, গঙ্গোত্রী এবং অন্যান্য এলাকা থেকে ২৭৪ জনকে হারসিলে আনা হয়েছে এবং সকলেই নিরাপদে আছেন। এর মধ্যে রয়েছে গুজরাট থেকে ১৩১ জন, মহারাষ্ট্র থেকে ১২৩ জন, মধ্যপ্রদেশ থেকে ২১ জন, উত্তর প্রদেশ থেকে ১২ জন, রাজস্থান থেকে ৬ জন, দিল্লি থেকে ৭ জন, অসম থেকে ৫ জন, কর্ণাটক থেকে ৫ জন, তেলেঙ্গানা থেকে ৩ জন এবং পঞ্জাব থেকে ১ জন। সকলেই সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তাদের দেহরাদূনে আনা হচ্ছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টির পর গঙ্গোত্রী ধামে বহু পুণ্যার্থী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করছে সেনাবাহিনী, এনডিআরএফ, আইটিবিপি, এসডিআরএফ, উত্তরাখণ্ড পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

You might also like!