দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপঞ্চায়েত ভোটের সময় সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, এ বার সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইল কলকাতা হাই কোর্ট।পরে মামলা রুজু হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চে। সেই মামলাগুলি এই মুহূর্তে কোন পর্যায়ে আছে তা জানতে চায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পঞ্চায়েতে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। প্রধান বিচারপতি বলেন, পঞ্চায়েত ভোটের সময়ে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা খুঁজে বের করতে হবে। একই সঙ্গে জানান হয়, পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলার শুনানি তিন মাসের জন্য পিছনো হয়েছে।
প্রধান বিচারপতি শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল-সহ সেই মামলার আইনজীবীদের বলেন, তাঁর যতদূর মনে পড়ছে নির্বাচনের সময়ে সন্দেশখালি নিয়ে কিছু অভিযোগ জমা পড়েছিল। ওই মামলা কে করেছিলেন, কী নিয়ে মামলা ছিল, তা জানা জরুরি। তাই দ্রুত ওই মামলা সম্পর্কে আদালতকে জানাতে হবে। আগামী সোমবার সন্দেশখালি নিয়ে মামলার শুনানি আছে হাইকোর্টে। সেই দিন পুরনো মামলাটি নিয়েও আলোচনা চায় আদালত।
সন্দেশখালিকাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য। দফায় দফায় সেখান থেকে বিক্ষোভের খবর আসছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও গ্রেফতার হয়নি। এদিকে শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উত্তরোত্তর বেড়ে চলেছে। কলকাতা হাইকোর্টেও এই নিয়ে মামলা চলছে। ইডি, সিবিআই-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এবার পঞ্চায়েত নির্বাচন মামলাতেও জুড়ল সন্দেশখালির নাম।