কলকাতা, ২৫ জানুয়ারি: উত্তুরে হাওয়ার গতি থমকে যাওয়ায়, বুধবারই আচমকা তাপমাত্রার পারদ চড়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। একইসঙ্গে বৃষ্টিতেও ভিজেছে বিভিন্ন জেলা। তবে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার মনোরম হয়ে উঠবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার ফের কলকাতায় তাপমাত্রা নেমেছে, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পারদ-পতন হতেই শীতও ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী কিছু দিন মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, শীত জাঁকিয়ে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে, শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও সকালের দিকে কুয়াশায় ঢেকে থাকবে।