kolkata

1 year ago

Traffic Update Kolkata Today: প্রধানমন্ত্রীর বঙ্গ সফর! মঙ্গল-বুধ নিয়ন্ত্রণে যান চলাচল কলকাতার বিভিন্ন রাস্তায়

Kolkata Traffic (File Picture)
Kolkata Traffic (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসছেন। আগামীকাল অর্থাৎ বুধবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। তাঁর এই সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় করা হবে যান নিয়ন্ত্রণ। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পক্ষ থেকে। সেখানে ৫ মার্চ মঙ্গলবার ও ৬ মার্চ বুধবার নির্দিষ্ট সময়ের জন্য যান নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

এক্ষেত্রে কলকাতা পুলিশের এলাকাভুক্ত বিশেষ কিছু রাস্তায় মঙ্গলবার সন্ধে ৫টা থেকে রাত্রি ৯টা ৪০ পর্যন্ত এবং বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা বা ভিভিআইপি মুভমেন্ট শেষ হওয়া পর্যন্ত পণ্যবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেল ৫টা থেকে রাত্রি ৯টা ৪০ মিনিট পর্যন্ত দুর্গাপুর ব্রিজ - হাডকো ক্রসিং - ই এম বাইপাস - মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার - হসপিটাল রোড - লাভার্স লেন - খিদিরপুর রোড - জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড - রেড রোড - আর আর অ্যাভিনিউ - রাজ ভবন (দক্ষিণ) গেট-এ নিয়ন্ত্রিত হবে যান চলাচল। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রাজভবন (দক্ষিণ) গেট - আর আর অ্যাভিনিউ - জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড - কে পি রোড - ১১ ফারলং গেট। আবার আগামীকাল এই সময়ের মধ্যে এসপ্ল্যানেড রো (পূর্ব) ও এসপ্ল্যানেড ক্রসিং থেকে জে এল নেহেরু রোড হতে এসপ্ল্যানেড মেট্রোর ৫ নম্বর গেট পর্যন্ত যানবাহনের পার্কিংও নিয়ন্ত্রিত হবে।

অন্যদিকে সমস্ত ধরনের ভারী পণ্যবাহী যানবাহন ৫ তারিখ মঙ্গলবার ৬টা থেকে ৬ তারিখ বুধবার রাত ১০টা পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে। সেক্ষেত্রে গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানা হয়েছে। তবে সপ্তাহের কাজের দিনে এই যান নিয়ন্ত্রণের ফলে গন্তব্যে পৌঁছতে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

এদিকে আজ শহরে কোথায় কী মিছিল মিটিং আছে সেই বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানাচ্ছে, বর্তমানে শহরের যান চলাচল স্বাভাবিকই আছে। তবে দুপুরে মহাজাতি সদন থেকে একটি মিছিল বেরনোর কথা রয়েছে, যেটি যাবে শ্যামবাজার পর্যন্ত। তবে এই মিছিলের জন্য যাতে কোনওরকমভাবেই যান চলাচলে প্রভাব না পড়ে তার জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।

You might also like!