দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ১ মার্চ, শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দু'দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । মার্চের প্রথমে বাংলা সফরে রাজ্যপালের সঙ্গে বৈঠকেও হতে পারে প্রধানমন্ত্রীর, এখবর আগেই জানা গিয়েছিল । রাজভবন সূত্রে খবর, শুক্রবার আরামবাগে সভা শেষ করে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী । রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ।আর ওইদিন রাজভবনেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী । উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার রাতে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকালে দিল্লি থেকে দুর্গাপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখান থেকে ঝাড়খণ্ডের সিন্দ্রি হেলিপ্যাডে যাবেন । সেখানে কর্মসূচি রয়েছে তাঁর । এরপর প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ধানবাদ হেলিপ্যাড থেকে রওনা দেবে আরামবাগের উদ্দেশে । প্রথমে আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন । তারপর আরামবাগের কালীপুর মাঠে একটি সভায় বক্তৃতা দেবেন । তারপর ওইদিনই কলকাতায় আসবেন, রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী ।
২ মার্চ, শনিবার কৃষ্ণনগরেও একাধিক কর্মসূচি রয়েছে । ওইদিন সকালে রাজভবন থেকে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেবেন হেলিকপ্টারেই । তারপর সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর যাবেন আরও একটি সভায় । সেখানে বক্তৃতা দেবেন । এরপর মোদীর হেলিকপ্টার যাবে পানাগড় । সেখান থেকে বিমানে প্রধানমন্ত্রী যাবেন গয়ায় । বাংলায় ফের ৬ মার্চ আসবেন মোদী ।