kolkata

1 year ago

COVID Rules : করোনা আক্রান্ত বৃদ্ধের শেষ ইচ্ছা রইল অপূর্ণ! কিন্তু কেন?

Covid 19 (Symbolic Picture)
Covid 19 (Symbolic Picture)

 

২৩ জানুয়ারি, কলকাতাঃ বিডন স্ট্রিটের বাসিন্দা জগন্নাথ বন্দ্যোপাধ্যায়ের (৯০) শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরে তাঁর মৃতদেহ যেন নিমতলাতেই সৎকার করা হয়। তবে কোভিডের নিয়ম জালিকা তাঁর ইচ্ছের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়াল। রবিবার সকালে করোনা আক্রান্ত ওই বৃদ্ধের মৃত্যু হয় শহরের একটি নার্সিংহোমে। তারপর নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁর মৃতদেহ তুলে দেয় কলকাতা পুরসভার হাতে। স্বাস্থ্য বিভাগের নিয়মানুসারে করোনা আক্রান্ত বৃদ্ধের দেহ সৎকার করা হয় ধাপায়।

আসলে করোনার প্রবল বাড়বাড়ন্তের সময়ে সংক্রমণ ঠেকাতে এমনই নিয়ম জারি করেছিল স্বাস্থ্য ভবন। তবে আগের চালু করা নিয়ম নিয়েই আপত্তি তোলেন পরিবারের সদস্যরা। তাঁদের প্রশ্ন, ‘শহরে এখন করোনার সংক্রমণ নেই বললেই চলে। এরপরেও কেন আগের নিয়ম জারি থাকবে?’ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাঁদের বোঝানোর পরে রাতে ধাপাতেই হয় সৎকার। আগের নিয়ম সামান্য বদলে দেওয়ায় পরিবারের সদস্যরা সেখানে হাজির ছিলেন।

You might also like!