কলকাতা, ৩১ জানুয়ারি : বৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। বলাইবাহুল্য, এবছরের মতো শীতের বিদায়ঘন্টা বেজে গিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরইমধ্যে বুধবারও কলকাতায় বৃদ্ধি পেল তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে, তবে গ্রাম বাংলায় এখনও মৃদু ঠান্ডা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তবে বৃষ্টির পর আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা যে নেই, তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তেও শুরু করেছে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।