kolkata

3 months ago

Sujan Chakraborty: “তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর”, কটাক্ষ সুজনের

Sujan Chakraborty
Sujan Chakraborty

 

কলকাতা, ২৮ এপ্রিল : “বিকাশবাবুদের ঘেরাও না করে টাকা আদায়ের জন্য কালীঘাটে যাক।। তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। কেউ ছাড় পাবে না।।” সোমবার এক্সবার্তায় এই বার্তা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি লিখেছেন, “যারা চুরি করেছে তারাই আবার জিজ্ঞাসা করছে কেন চুরি ধরলে? মামা বাড়ির আবদার নাকি! চাকরি চুরির মাথাগুলোকে জেলে ঢোকাতে হবে, আর হকের চাকরি ফেরাতে হবে। এটাই মানুষের দাবি।” এর আগে সুজনবাবু পৃথক এক্সবার্তায় লিখেছেন, “মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই নিয়োগ দূর্নীতির বাহিনী পুষ্ট হচ্ছে।। ৭ই এপ্রিল সভা ডেকে উনি চাকরি চোরদের নির্দেশ দিলেন "বিকাশ ভট্টাচার্যদের আইসোলেট" করতে। আর বাহিনী ঘেরাও, হেনস্থা বোতল ছোড়া শুরু করে দিল। এতে কি দূর্নীতি ঢাকা যাবে? বরং চাকরি চোরের মাথাদের'ই টেনে নামানোর সময় এবার।।”

You might also like!