kolkata

1 year ago

Sajal Ghosh: তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী! দেখা করে শুভেচ্ছা জানালেন সজল ঘোষ

Sajal Ghosh & Tapas Roy (File Picture)
Sajal Ghosh & Tapas Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সজল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছলেন।  মঙ্গলবার বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। বেরিয়ে তাপস রায়কে (Tapas Roy) নিজের গুরু বলে দাবি করে শুভেচ্ছা জানালেন সজল। স্বাভাবিকভাবেই গোটা বিষয় ঘিরে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে।  

সোমবারই বিধায়ক ও তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তাপস রায়। এবার তাঁর পদক্ষেপ কী হবে? সেদিকেই তাঁকিয়ে সকলে। কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে পারেন তাপসবাবু। উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে। এসবের মাঝেই মঙ্গলবার সকালে তাপস রায়ের বাড়িতে দেখা গেল বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। বেশ কিছুক্ষণ তাপস রায়ের বাড়িতে ছিলেন তিনি। বেরিয়ে সজল জানালেন, তাঁর সঙ্গে তাপসবাবুর সম্পর্ক বহু পুরনো।

ঠিক কী বলেছেন সজল ঘোষ? তিনি বলেন, “ওনার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। তৃণমূল অস্পৃশ্য দল, তাই এতদিন আসিনি। উনি দল ছেড়েছেন, তাই শুভেচ্ছা জানাতে এসেছিলাম।” বিজেপিতে কি যোগ দিচ্ছেন তাপস? সজলবাবু তা খোলসা না করলেও জানিয়েছেন, উনি গেরুয়া শিবিরে গেলে তাতে তিনি খুশিই হবেন। পাশাপাশি উত্তর কলকাতা আসনে লড়লে জয়ের বিষয়েও আশাবাদী তিনি। তাপস রায় দুর্নীতিতে জড়িত হতে পারেন না বলেও এদিন মন্তব্য করেছেন সজল।

প্রসঙ্গত, বাড়িতে ইডি হামলা নিয়ে দলনেত্রীর নীরবতায় অভিমান জমেছিল তাপস রায়ের মনে। যার জেরেই তৃণমূলের সঙ্গে দু দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিন্ন করেছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy)। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা  দেন। পাশাপাশি দলেরও সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। 

You might also like!