kolkata

1 year ago

Subhash Chandra Bose: লক্ষ টাকা ব্যয়ে সেজে উঠছে সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে

Subhash Chandra Bose (File Picture)
Subhash Chandra Bose (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশনেতা সুভাষ চন্দ্রের  পৈত্রিক ভিটে সুভাষগ্রামের কোদালিয়া। সেই পৈত্রিক ভিটে, বাড়ির সামনে পুকুর, রাস্তা, বাগান— সব কিছু ঢেলে সাজাতে নতুন করে আরও ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। নেতাজির জন্মদিনে তাঁর পৈত্রিক ভিটেয় দাঁড়িয়ে এমনই ঘোষণা করলেন নেতাজি কৃষ্টি কেন্দ্রের প্রধান তথা রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। তিনি বলেন, ‘এর আগে রাজ্য সরকারের বরাদ্দ টাকায় নেতাজির বাড়ি, মিউজ়িয়াম সাজানো হয়েছে। এ বার নতুন করে ষাট লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। সেই টাকায় সাজানোর কাজ তাড়াতাড়ি শুরু হবে।’ 

এ দিন কোদালিয়াতে দিনভর নানাবিধ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছিল নেতাজি কৃষ্টি কেন্দ্র। উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। প্রথা অনুযায়ী নেতাজির জন্মসময় ১২টা ১৫ মিনিটে সাইরেন বাজিয়ে, শঙ্খধ্বনি ও ব্যান্ড সহযোগে অনুষ্ঠানের সূচনা হয়। খুলে দেওয়া হয়েছিল নেতাজির নামঙ্কিত সংগ্রহশালা। যেখানে নেতাজির ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল, থালা, গ্লাস প্রভৃতি রাখা আছে। যা দেখতে সকাল থেকেই অনেকে ভিড় করেন কোদালিয়ায় নেতাজির জন্মভিটেয়।

সোনারপুরের বাসিন্দা শিবম মণ্ডল বলেন, ‘আজকের দিনে এখানে আসা একটা ইমোশান। তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি।’ ক্যানিং থেকে নেতাজির বাড়ি দেখতে এসেছিলেন শশীভূষণ মাইতি। তিনি বলেন, ‘নাতিকে নিয়ে এসেছি। তাঁর সম্পর্কে জানাটা সকলের দরকার।’ এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দেশপ্রেমিক দিবস পালন করা হয় বলে জানান নেতাজি কৃষ্টি সংসদের সম্পাদক তথা রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। তিনি বলেন, ‘নেতাজিকে শ্রদ্ধা জানাতে যা যা করণীয় সবই করা হয়েছে। ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।’ 

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনায় একটি সরকারি সভা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির পৈত্রিক বাসভবনে আসেন। বাড়ির ভগ্নদশা দেখে তিনি অবাক হয়ে যান। তারপর হেরিটেজ কমিশন ও রাজ্যের পূর্ত দপ্তর মিলে ওই বাসভবনের সংস্কার শুরু করে। বসু পরিবারের সম্মতিতে জানকীনাথ বসু বাড়িটিকে যে ভাবে তৈরি করেছিলেন, ঠিক সেই ভাবেই বাড়িটি সংস্কার করা হয়।

You might also like!