kolkata

1 year ago

South Kolkata : নির্জলা হতে চলেছে দক্ষিণ কলকাতা! কলকাতা পুরনিগমের তরফে দেওয়া হল নোটিস

Kolkata Water Supply (Symbolic Picture)
Kolkata Water Supply (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল পরিসেবা বন্ধ থাকতে চলেছে। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের জল সরবরাহকারী পাইপগুলির বেশ কয়েকটি জায়গায় ত্রুটি মেরামত, নতুন ভালভ প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্প মেরামত করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। যে কারণে আগামী ২৭ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট,চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। 

৮ থেকে ১৪ বরোর সবকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত আর জল পাবেন না। পরদিন অর্থাৎ রবিবার ২৮ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় বলেন, “গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। যে কারণে মাঝে মধ্যে মেরামতের কাজ করতে হয়। একটা দিন জল বন্ধ রেখে আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করি। আগামী শনিবার এই ত্রুটি মেরামতের জন্য জল বন্ধ থাকবে। রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।” 

দক্ষিণ কলকাতার একটা বিস্তীর্ণ অংশ জলে বন্ধ থাকবে শনিবার। সে বিষয়টি আগেও এরিয়া ভিত্তিতে জনপ্রতিনিধিদের দ্বারা জানিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে।

You might also like!