kolkata

1 year ago

Weather Update Kolkata : প্যাচ প্যাচে গরমের সংকেত! বৃষ্টির হয়রানি কোন জেলায়? জানুন আবহাওয়ার আপডেট!

Weather Update Kolkata (File Picture)
Weather Update Kolkata (File Picture)

 

কলকাতা, ১৮ জানুয়ারিঃ আগামী সপ্তাহ থেকেই কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই গোটা বাংলায় আবহাওয়া পরিবর্তনের তারতম্য লক্ষ্য করা যাবে। উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। এদিন কোনো ভাবেই বৃষ্টির দেখা মেলেনি শহর কলকাতায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবারও ১৮ ডিগ্রির ঘরে থাকবে বলে জানানো হয়েছে। তবে ফের সোমবার, মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা হবে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি। তাপমাত্রার পারদ আরও উপরেও থাকতে পারে বলে জানানো হয়েছে।

You might also like!