kolkata

1 year ago

Suvendu Adhikari:লালবাজারের নোটিস পেয়েই হাইকোর্টে গেলেন শুভেন্দুর আইনজীবী,মামলা দায়েরের অনুমতি

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া এই অভিযান দু'বার আটকে দেয় পুলিশ। এই বাধা কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সূর্যনীল দাস। তাঁকে এবার নোটিস পাঠান হল লালবাজার থেকে। 

সূর্যনীল দাস শুভেন্দু অধিকারীর আইনজীবী। তাঁকে নোটিস পাঠান হয়েছে লালবাজারের রেইড সেকশনের তরফ থেকে। সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতাকে সায়েন্স সিটির সামনে আটকানো হয়েছিল। আইনজীবী সূর্যনীল দাস এই প্রেক্ষিতেই প্রশ্ন তোলেন যে, আইনের কী প্রভিশন আছে ওঁকে আটকানোর। এরপরই আগামী ২১ ফেব্রুয়ারী আইনজীবী সূর্যনীল দাসকে হাজিরা দিতে বলা হয়েছে। 

পুলিশের তলব পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সূর্যনীল দাস। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। 

সন্দেশখালি ঢুকতে বাধা পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ শুভেন্দু অধিকারী। আদালত ১৪৪ ধারা বাতিল করার পরেও ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে তাঁর পথ আটকেছে বলে শুভেন্দুর অভিযোগ। পুলিশের বাধা টপকে এগোতে না পেরে বিধায়কদের নিয়ে রামপুরে রাস্তার উপরেই বসে পড়েন শুভেন্দু অধিকারী। রাস্তায় বসেই পুলিশকে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্ত না থাকায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে গত শুক্রবার মামলা দায়ের করেন তিনি। সোমবারই মামলার শুনানি।

You might also like!