দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সুর সম্রাট রসিদ খান। তবে টানা চিকিৎসার পরেও তিনি ফিরে এলেন না। ২১ নভেম্বর বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মাঝে খানিকটা চিকিৎসায় সাড়া দিলেও রক্ষা করা যায়নি তাঁকে। শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়।