kolkata

1 year ago

Rajeev Kumar the new DG of State Police: রাজীব কুমারই রাজ্য পুলিশের DG, অনুমোদন মুখ্যমন্ত্রীর

Rajiv Kumar (File Picture)
Rajiv Kumar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে আসছেন রাজীব কুমার । একসময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই আইপিএস-কেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন তিনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন ডিজি-র জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-তে তিনজন আইপিএস-এর নাম পাঠানো হয়েছে। কিন্তু তাতে অনুমোদন আসেনি। ডিজি-র পদ এভাবে ফাঁকা রাখা যাবে না, সেই কারণেই ওই পদে বৃহস্পতিবার থেকেই দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার। এর আগে ডিজি পদে ছিলেন মনোজ মালব্য। তাঁকেও প্রথমে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁকে স্থায়ী ডিজি করা হয়।

কলকাতা পুলিশের কমিশনার পদে থাকাকালীন বিতর্কের মুখে পড়তে হয়েছিল দুঁদে আইপিএস রাজীব কুমারকে। ২০১৯ সালে এক সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। একটি চিটফান্ড মামলার তদন্তে নাম জড়িয়েছিল রাজীব কুমারের। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ভিতরে প্রবেশ করতে দেয়নি সিপি-র নিরাপত্তারক্ষীরা।সেই বেজায় ক্ষুব্ধ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে মমতা সোজা চলে গিয়েছিলেন, বসেছিলেন ধরনায়। সেই ধরনাস্থলে তাঁর পাশে দেখা গিয়েছিল রাজীব কুমারকে। সিপি-র বাড়িতে সিবিআই হানা দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন তিনি।


You might also like!