কলকাতা, ৩০ জানুয়ারিঃ জানুয়ারির শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস বাণী শোনাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত বাংলা জুড়েই চলছে শীতের আমেজ। এরই মাঝে আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে একেবারে বদলে যাবে আবহাওয়া।
মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে, ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে ফের ভিজতে চলেছে রাজ্য।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকেও অধিক বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। আকাশ মেঘলাই থাকবে। কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি।