কলকাতা, ২১ মে: মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম।