দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছর, নতুন উদ্যম, নতুন লড়াইয়ের প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সংক্ষেপে সেই লড়াইয়ের বার্তাই দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ এ বছর আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ৷ কারণ সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন । তাই তৃণমূলের কর্মী সমর্থকদের নজর ছিল আজকের দিনে তাঁদের উদ্দেশে কী বার্তা দেন দলনেত্রী ।
পয়লা জানুয়ারির সকালে সামাজিক মাধ্যমে মমতা ও অভিষেকের ছবি ও বার্তা দেওয়া একটি পোস্ট করা হয়েছে। তাতে দলের সমস্ত কর্মী, সমর্থকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন বছর থেকে নয়া উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন তাঁরা। এদিন সকালেই এক্স হ্যান্ডলে তা পোস্ট করেন তৃণমূলনেত্রী।
পোস্টে দলনেত্রী লিখেছেন, ”কোনও অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।” এতেই স্পষ্ট তাঁর লড়াইয়ের মূল প্রতিপক্ষ কেন্দ্রে ক্ষমতাসীন দল এবং তাদের ‘জুলুমবাজি’।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা-মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার করা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা-মাটি-মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা।"