kolkata

1 year ago

Baishakhi Banerjee: প্রেমদিবসে আদুরে পোস্ট বৈশাখীর!

Shovan Ganguly & Baishakhi  (File Picture)
Shovan Ganguly & Baishakhi (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ “হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়।” ভালোবাসি বলা যতটা সহজ, তা পালন করা হয়তো তার চেয়ে অনেকটাই বেশি কঠিন। তবে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় পেরেছেন। হাজার নিন্দা, সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে, সমাজের চোখে চোখ রেখে একে অপরকে বলে দিয়েছেন, ‘ভালোবাসি’। তাই তাঁদের জীবনে যেন রোজই ভ্যালেন্টাইন। তবে এই বিশেষ দিনে নিজের ভালোবাসার মানুষটিকে স্পেশাল শুভেচ্ছা জানাবেন না, তা কি হয়? তাই সকাল সকালই শোভনকে ভালোবাসায় ভরালেন বৈশাখী।

মঙ্গলবার একইসঙ্গে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে। সরস্বতী পুজোই আবার বাঙালির ভ্যালেন্টাইনস ডে। ফলে আজ দ্বিগুণ আনন্দে মেতেছে যুগলরা। পুজো প্যান্ডেল থেকে পার্ক-ময়দান, হাতে হাত ধরে আজ প্রেম সাগরে ডুব দেওয়ার পালা। আর এমন দিনে একেবারে ভোর ভোর ‘প্রিয়’ শোভনকে শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী।

ফেসবুকে একটি আদুরে ছবি পোস্ট করেছেন বৈশাখী। যেখানে শোভনকে পিছন জড়িয়ে ধরে রয়েছেন তিনি। ক্য়াপশনে কলকাতার প্রাক্তন মেয়রের উদ্দেশে লেখেন, “আমার হাত সারাজীবন তোমার জন্য থাকবে আর তোমার হাত আমার জন্য, এটা বুঝতে কোনও ভাষার প্রয়োজন হবে না। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।”

তবে শুধু শোভনকে নয়, প্রেমদিবসে মেয়ে মেহুলকেও শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “তুমি আবার আজ এবং আগামীর সমস্ত স্মৃতির ভাগিদার। প্রেমদিবসের শুভেচ্ছা।” সবমিলিয়ে শোভন-বৈশাখীর সংসারে এখন যে প্রেমের আমেজ, তা বলাই বাহুল্য।

You might also like!