Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

kolkata

2 months ago

Anubrata Mondal Audio Call Controversy: অনুব্রত-কাণ্ডে পুলিশের চিঠি সুপরিচিত সংবাদ চ্যানেলকে, তোপ নেটনাগরিকদের

Anubrata Mondal
Anubrata Mondal

 

কলকাতা, ৫ জুন : বোলপুর থানার আইসি-কে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেই হুমকি দেখানোয় পুলিশের চিঠি পেল একটি সুপরিচিত বাংলা সংবাদ চ্যানেল। ৬ দিনেও অনুব্রত অধরা। এ ব্যাপারে ‘পুলিশি নিষ্ক্রিয়তার’ অভিযোগ তোলায় আপত্তি পুলিশের। পুলিশি গোঁসার এই খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার সকাল ৫টা ৪০-এ নেটনাগরিকদের মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫১৩ ও ১৩৩।

অমল সেনগুপ্ত নামে একজন লিখেছেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকার কোথায় পৌঁছাল জানান মানুষের কাছে। আদালতের মাধ্যমেও উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত অবিলম্বেই।” সন্দীপ্তা দাস লিখেছেন, “পুলিশ এখানে কত অসহায় এটাই পুলিশ দফতর বুঝিয়ে দিলো।” সুজিত মল্লিক লিখেছেন, “অসহায় পুলিশকে দেখে খুব খারাপ লাগছে। আমার সাথে এরকম হলে আমার সন্তান আমাকে চাকরি ছেড়ে দিতে বলত।” মুক্তিপ্রাদ দে লিখেছেন, “আমাদের দেশে পুলিশে সেই ব্রিটিশ জমানার নিয়ম। পুলিশ থাকে ব্যারাকে বা পুলিশ কলোনিতে। সাধারণ জনজীবন থেকে বিচ্ছিন্ন। তাই পুলিশ জনগণের সুরক্ষার চাইতে হয়ে গেছে জনগণের ভীতির কারণ। সম্পর্ক কখনোই সহজ নয়। সৌমেন্দু শেখর রায় লিখেছেন, “গুরুমার নির্দেশ, চ‍্যালা কে বাঁচাতেই হবে!”

পারভেজ আলম লিখেছেন, “এখানে কিছু না, বোলপুরের আইসি লিটন হালদার বেচারা নিজের দোষে ফাঁসলো, ক্ষমতার ভরকেন্দ্র চিনতে ভুল করে দিয়েছিল। কাজল শেখকে বীরভূমের ভরকেন্দ্র ভেবে নিয়ে , অনুব্রতর কল রেকর্ড করে কাজল শেখকে দিয়েছিল, নিজের অনুগত্য পাবার জন্য। আর কাজল শেখ সেই ভিডিও ভাইরাল করেছে। অন ডিউটি পুলিশকে গালি দেওয়া যেমন অপরাধ করেছে অনুব্রত, তেমনই কল রেকর্ড করে ভাইরাল করাও ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ। এখানে আইসি লিটন হালদারও ফাঁসবে। তাই এখন ড্যামেজ কন্ট্রোলে নামবে উপর মহল। মানে আমাদের মাননীয়া পুলিশ মন্ত্রী।”

You might also like!