kolkata

1 year ago

Mamata-Sourav: লোকসভার প্রাক্কালে নবান্নে মুখোমুখি মমতা-সৌরভ! তুঙ্গে জল্পনা

Sourav Gangopadhyay & Mamata Banerjee (File Picture)
Sourav Gangopadhyay & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই - এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা বলে খবর।

আসন্ন লোকসভা নির্বাচনের আগের বাংলার মুখ্যমন্ত্রীর সাথে সৌরভের সাক্ষাৎকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে জল্পনার মেঘ। এমনকি অতীতেও নানান সময়ে সৌরভের বিজেপি বা তৃনমূল শিবিরে যোগদানের গুঞ্জন কানে এসেছে। যদিও বারেবারেই সেই জল্পনা প্রসঙ্গ দুরে থেলে দিয়েছেন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায় যে বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনা করে, সেই মঞ্চেও তাঁকে একবার রাজনীতিতে আসবেন কি না, এহেন ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়। যদিও সেই সময়েও সৌরভ জানিয়েছিলেন তিনি রাজনীতিতে আসবেন না। ওই অনুষ্ঠানের মঞ্চে এক দর্শক সৌরভকে এই প্রশ্ন করেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে সৌরভ বলেন, 'না, না আমি রাজনীতিতে আসব না, ওটা আমার জন্য নয়।' তাই এবার লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই সাক্ষাতের নেপথ্যে ঠিক কী কারণ, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে যাদবপুরে প্রার্থী করা হতে পারে বলেও খবর রটে যায়। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ ডোনা। তিনি 'এই সময়'কে বলেন, 'সবটাই গুজব।' নবান্ন সূত্রের খবর, স্টিল প্লান্টের জমি নিয়ে কথা বলতেই এ দিন নবান্নে এসেছিলেন সৌরভ। ইস্পাত কারখানা গড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে কোনও একটি জায়গায় সৌরভকে জমি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সমস্ত দল। কয়েকদিন আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে সারা দেশের মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় বাংলার ২০ জন প্রার্থীর নামও রয়েছে। আবার অন্যদিকে তৃণমূল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কোথাও কোথাও দলের হয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন নেতা কর্মী সমর্থকের।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে তাঁর স্বতন্ত্র নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। লর্ডসে টেস্টে সেঞ্চুরি করার পর বিশ্ব ক্রিকেটের মঞ্চে কার্যত নিজেকে প্রতিষ্ঠিত করেন সৌরভ। মহারাজ ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে, বাঁহাতি ব্যাটার হিসেবে সমস্ত ফরম্যাট মিলিয়ে মোট ১৮ হাজার ৫৭৫ রান রয়েছে 'দাদা'র ঝুলিতে। 

You might also like!