kolkata

1 year ago

Lok Sabha Election 2024:ফসল নষ্ট করে মোদীর মিটিং,সেখানে সভাতেই সরব মমতা

Prime Minister's helipad built on farmland.
Prime Minister's helipad built on farmland.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঁকুড়ায় জনসভার জন্য চাষজমির ফসল নষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— এমনই অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওন্দার নিকুঞ্জপুরে রবিবার যে জমিতে সভার জন্য মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা, সোমবার তিনিও সেই জমিতেই পাল্টা সভা করলেন। মোদীর জন্য তৈরি হেলিপ্যাডেই মমতার কপ্টারও নামে এ দিন। কিন্তু তার বাইরে অনেক জমির ফসলের একাংশ সভায় আসা মানুষের পায়ের চাপে নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয় নারায়ণগঞ্জ গ্রামের চাষিদের। তার ক্ষতিপূরণ না পেয়ে এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছেন চাষিরা। ওই গ্রামের চাষি উত্তম মাজি, শিলা মাজি, সুভাষ মাজিরা বলেন, ‘প্রধানমন্ত্রীর সভায় আসা লোকের পায়ের চাপে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সভা করে চলে গিয়েছেন বিজেপির নেতারা। আমাদের কী হবে? আমরা ন্যাহ্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’ফলে, মমতার বিরুদ্ধেও জমির ফসল নষ্ট করার পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। 

এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টার নোটিসে আমি এখানে সভা করতে এসেছি। আমাকে কৃষকরা জানালেন যে তাঁদের জমিগুলিকে নষ্ট করে দিয়েছে। তাঁদের ফসল নষ্ট করে দিয়ে মিটিং করে গিয়েছে।চাও শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল। আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না। আমি এখন মেদিনীপুরে যাব। আমার পাঁশকুড়ায় মিটিং আছে, মেদিনীপুরে র‍্যালি আছে। কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি।’ মুখ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যাঁদের ফসল নষ্ট হয়েছে সেটা প্রশাসন দেখে নেবে যাতে ক্ষতিপূরণ পান।’

বিষয়টি নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি দল কৃষক বিরোধী। মোদীর সভার নামে কৃষকদের ফসল নষ্ট করেছে। তার ক্ষতিপূরণও দেয়নি। তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা চাষিদের পাশে আছি।’ যদিও এ নিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা বলেন, ‘যাঁদের অনুমতি ও জমি নিয়ে বিজেপি-র সভা হয়েছে তাঁরা প্রত্যেকেই ক্ষতিপূরণ পেয়েছেন। ভিড়ে হাঁটাচলা করার জন্য যাঁদের ফসল নষ্ট হয়েছে আমাদের কার্যকর্তারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদেরও যা পাওনা মিটিয়ে দেওয়া হবে। এটা নিয়ে তৃণমূলের লাফাঝাঁপা করার কোনও কারণ নেই।’


You might also like!