kolkata

1 year ago

Weather Update: মিশ্র আবহাওয়া বঙ্গজুড়ে , আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

Weather Update (File Picture)
Weather Update (File Picture)

 

কলকাতা, ৭ মার্চ: ভোরের বাতাসে রয়েছে হালকা ঠান্ডার আমেজ। অন্যদিকে ভোর পেরিয়ে বেলা গড়ালে আবার রোদের তাপ বাড়ছে। গায়ে-কপালে ঘাম জমছে । এদিকে আবার চামড়ায় শুষ্কতার টানও পড়ছে। সবমিলিয়ে মিশ্র আবহাওয়া বঙ্গজুড়ে । দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই্। পাশাপাশি উত্তরে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
মার্চের শুরুতেই রোদের তাপে গ্রীষ্মের অনুভূতি মিলছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী চারদিন এই শুষ্ক আবহাওয়া চলবে । সঙ্গে পারদ চড়বে । দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দিন এবং রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। দার্জিলিংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতাতেও তাপমাত্রা যথেষ্ট উপরের দিকে। এখন থেকেই গরম অনুভূত হচ্ছে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ । বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে ।

You might also like!