কলকাতা, ১৬ মার্চ: শুক্রবার রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা নামল তিলোত্তমায়, তবুও এখনও রয়েছে স্বাভাবিকের ওপরেই। একইসঙ্গে রয়েছে গুমোটভাব, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
শুক্রবার রাতে কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দমকা হাওয়াও বইতে থাকে। আর এই বৃষ্টির সৌজন্যে শনিবার সকালে মহানগরীতে তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘলা। রবিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।